সংবাদ সংগ্রহ করায় কাউন্সিলর জামাল মোস্তফার সন্ত্রাসী বাহিনীর হামলা
sangbadbd24 sangbadbd24
স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকায় সংবাদ সংগ্রহ করায় উত্তর সিটি কর্পোরেশন এর কাউন্সিলর জামাল মোস্তফার সন্ত্রাসী বাহিনী সাংবাদিককে প্রকাশ্যে মারধর ও ক্যামেরা ল্যাপটপ ও মোবাইল রেখে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুত্বর আহত হয়ে ওই সাংবাদিক চিকিৎসাধীন রয়েছেন।
আহত সংবাদকর্মী এস এম রিপন রুদ্র বাংলাদেশ টাইমস পত্রিকায় প্রতিবেদক হিসেবে রয়েছেন
এ ঘটনায় সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলকারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
সংবাদকর্মী রিপন বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে থানা পুলিশ এখনও পর্যন্ত নীরব ভূমিকায় রয়েছেন।